parbattanews

টেকনাফের স্বেচ্ছাসেবকলীগ নেতা ৭০ হাজার ইয়াবাসহ ঢাকায় আটক

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সদরে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফের স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লায় পাগলার মুন্সিখোলা চেকপোস্টে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।

আটক আজিজুল হক (৩৫) কক্সবাজারের লেঙ্গুরবিল এলাকার আমির আহম্মেদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মুন্সীখোলা এলাকায় চেকপোস্টে যানবাহনে তল্লাশি করছিল ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল। “এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় এক যাত্রী ব্যাগ নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে ব্যাগটি তল্লাশি করে সাতটি প্যাকেটে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

মনিরুল বলেন, মাদকের চালানটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য কক্সবাজার থেকে আনা হচ্ছিল বলে জানান আটক আজিজুল। ওই চক্রের অন্য সদস্যের গ্রেফতারে পুলিশের একটি দল টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, আটক আজিজুল টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক। সে রাজনৈতিক ছত্রছায়ায় একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এ সিন্ডিকেটের সদস্যরা হচ্ছে দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. সাইফুল, মোহাম্মদ উল্লাহর ছেলে এখলাস অন্যতম। এদের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন স্থানে মামলা রয়েছে বলেও জানা গেছে।

Exit mobile version