টেকনাফের হোয়াইক্যং ইউপি কার্যালয় ও পাশ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

coxbazar-map-sm20120413183359 

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ
 টেকনাফের হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় মডেল পরিষদের গ্রাম আদালত, গণ স্বাস্থ্য হাসপাতালেন স্বাস্থ্যসেবা ও তথ্যসেবাসহ দাপ্তরিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরদের গৃহ কার্যক্রম বিঘ্ন ঘটে। এ কারণে জনগনের দুর্ভোগ চরমে উঠেছে।

জানা যায়, এপ্রিল মাসের  শুরু থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণে টেকনাফের  ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ ও তৎসংলগ্ন  এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ গ্রাহক ও ইউপিতে গ্রাম আদালতসহ বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্ট জনগনের দূর্ভোগ চরমে পৌঁছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বন্ধ থাকায় পল্লী বিদ্যুতের উদাসীনতাকে দায়ী করেন এলাকাবাসী ও মডেল পরিষদের সচিব শেখ ফরিদুল আলম। দায়িত্বরত লাইনম্যানদের বিরুদ্বে উৎকোচ দাবী করেছে বলেও এমন অভিযোগ পাওয়া যায়,অনেক বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে। হোয়াইক্যং গ্রাম আদালতের মাঠ সংগঠক নুরতাজুল মোস্তফা বলেন, প্রতি বৃহস্পতিবারে পরিষদে ২০০৬ সালের আইন অনুযায়ী আদালত বসে, কিন্তু দাপ্তরিক কাগজপত্র সহ আদালতের কার্যক্রম পরিচালনা করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। দিন রাত  চিকিৎসা সেবায় নিয়োজিত থাকা  হোয়াইক্যং গণ স্বাস্থ্য কেন্দ্রেই বিদ্যুৎ না থাকায় জনসাধারণের  যথাযথ চিকিৎসেবা বঞ্চিত হবার আশংকা করছেন প্যারামেডিক ডাক্তার খাদিজা আক্তার। বর্তমান সরকারের হাতে নেওয়া প্রকল্প ইউনিয়ন তথ্যসেবার কার্যক্রমের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ, ফটোকপি বিভিন্ন দেশে পাসপোর্ট ও বিভিন্ন তথ্যের আদান প্রদান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে জানান ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা সাবুল কাদের। মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাও.নুর আহমদ আনোয়ারী জানান-বিদ্যুৎ অফিসকে অনেকবার অবহিত করার পরও কোন পদক্ষেপ নিচ্ছেনা। দ্রুত বিদুৎ সরবারহ দিয়ে জনগণের সেবা নিশ্চিত করার দাবী জানান। এব্যাপারে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের জিএমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে  অবগত ছিলেন না, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন