টেকনাফে অটোরিকশা যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে মিলল ৮০ হাজার পিস ইয়াবা
কক্সবাজারের টেকনাফে অটোরিকশা যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ নভেম্বর) দুপুর টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহীউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ছয়টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর হৃীলা বিওপি’র বিআরএম-১২ থেকে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে হৃীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এসময় একটি সন্দেহজনক অটো রিক্সা অস্থায়ী চেকপোস্টের দিকে আসলে থামানোর সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা হতে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অটোরিক্সাটি তল্লাশি করে ওই যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, টহলদল ওই এলাকায় সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।