টেকনাফে অর্ধগলিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার


কক্সবাজার টেকনাফে হ্নীলা পাহাড়ের পাদদেশ থেকে নিখোঁজের এক সপ্তাহ পর রিদুয়ান নামে এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী পাহাড়ি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড
আলীখালী এলাকার কালা চানের ছেলে।
স্থানীয়রা জানায়,এক রাখাল গরু নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধযুক্ত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়। পরে এলাকার মানুষকে বিষয়টি জানালে লোকজন পুলিশকে খবর দেয় এবং নিহতের স্বজনরা পাহাড়ে গিয়ে মৃতদেহটি সনাক্ত করে। পরে পুলিশ এসে রিদুয়ানের মৃতদেহটি উদ্ধার করে।
নিহতের বড়ভাই ছৈয়দ আলম বলেন, পূর্ব শত্রুতার জেরধরে রিদুয়ানকে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার ছৈয়দ আহমদ,জাফর আলম প্রঃ ভুলু,নুর মোহাম্মদ প্রঃ অদাইয়া,ছৈয়দ আহমদের ভাগিনা শাহীন,ইব্রাহিম ও ইমরানসহ বেশ কয়েকজন মিলে রিদুয়ান হত্যা করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছেন রিদুয়ানের পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিদুয়ান একজন ডাকাত ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং অপহরণ চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা,অপহরণসহ একাধিক মামলা রয়েছে থানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে,সেও একজন ডাকাত। তার বিরুদ্ধে অপহরণসহ টেকনাফ থানায় ৯টি মামলা রয়েছে বলে জানান ওসি।