টেকনাফে অস্ত্র-হত্যা মামলার ২ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার


টেকনাফে অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামি দু’রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশের সদস্যরা। ধৃত মাহমদুর রহমান (১৯) ও সৈয়দ আলম (২৮) উভয়ই নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা।
সোমবার (৯ মে) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক এলাকা থেকে তাদের আটক করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ৯ মে সোমবার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এইচ ব্লক এলাকা হতে দু’জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। খুন,অস্ত্রসহ বিভিন্ন মামলার পলাতক আসামি আটক রোহিঙ্গারা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, দস্যুতা, চাঁদাবাজিরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।