টেকনাফে আফসি হত্যা, আসামীদের মৃত্যদন্ডের দাবীতে মানববন্ধন

fec-image

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ৪ বছরের শিশু আফসি মনিকে হত্যার বিচার দ্রুত কার্যকর ও মৃত্যদন্ডের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশু আফসির পিতা ইন্জিনিয়ার মামুনুর রশীদ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

গত ৪ অক্টোবর হ্নীলা পূর্বপানখালীস্থ জনৈক সৌদি প্রবাসী ফরিদের বাড়ীতে শিশু আফসিকে অপহরণ পূর্বক ২৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে নৃশংসভাবে হত্যা করেছে ঘাতকরা। পরে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এই ঘটনায় ফরিদের স্ত্রী জাবেদা খাতুন,তার ছেলে ফয়েজ,আব্দুল আজিজ, মুহাম্মদ ইয়াকুব, উমর, সায়েমও আরফাত জড়িত ছিল। পুলিশ তাদের কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেছেন, আফসির মত আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় এ ব্যাপারে আইনের ফাঁক ফোকর দিয়ে বয়সের গড়মিল দেখিয়ে অপরাধীরা যাতে পার পেতে না পারে সেই দিকে খেয়াল রেখে প্রশাসনকে ওই মামলায় আইন প্রয়োগ করার জন্য জোর দাবী জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন