টেকনাফে আরও এক রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার


টেকনাফে আরও এক রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুন) সকালে হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন ফুলের ডেইল চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি (তদন্ত) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে চরে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। গত শনিবারও এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ একটি পরিবার ক্যাম্প থেকে গোপনে নৌকায় করে মায়ানমারে পার হওয়ার চেষ্টা করে। কিন্তু পথিমধ্যে নৌকাটি ডুবে যায়।
এদিকে, পরিবারের কর্তা পুরুষটি এখনো নিখোঁজ রয়েছে।
ঘটনাপ্রবাহ: কন্যা শিশু, টেকনাফ, রোহিঙ্গা
Facebook Comment