টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার

fec-image

মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরে কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলের মেরিন ড্রাইভ সৈকতে খালাসের সময় আড়াই লাখ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের ইনর্চাজ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান- টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভের সৈকত এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, ইয়াবা কারবারিরা মিয়ানমার থেকে একটি চালান এনে ওই এলাকা দিয়ে খালাস করতে চেয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে বস্তার মধ্যে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যায়।

এই মাদকের চালান বহনে ব্যবহৃত ফিশি ট্রলারের মালিকানা এবং মাদকের চালানের সাথে কারা জড়িতদের তদন্ত সাপেক্ষে বের করার পর আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন