parbattanews

টেকনাফে ইসলামী ব্যাংকের এমক্যাশের এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা

teknaf pic 12-10-13(i)

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:
টেকনাফে ইসলামী ব্যাংকের এমক্যাশ এজেন্টের প্রশিক্ষণ কর্মশালায় শাখা ব্যবস্থাপক মু.শাহজাহান মনির বলেছেন- বর্তমানে তথ্যপ্রযুক্তির আধুনিক এ যুগে হালাল টাকা উপার্জনের একমাত্র উপায় মোবাইল ব্যাংকিং ব্যবসা এমক্যাশ। এ বাজারে প্রতিযোগিতামূলক মার্কেটে সুদকে বাদ দিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী রিযিক আয় করার জন্য উপস্থিত এমক্যাশ এজেন্টের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন- এখন থেকে প্রবাসীরা বাংলাদেশে এমক্যাশ একাউন্টে ঘরে বসে মোবাইলে এসএমএস’র মাধ্যমে টাকা পাঠাতে পারবে। সে টাকা নিকটস্থ এজেন্ট পয়েন্ট থেকে উত্তোলন করতে পারবে নিরাপদে। বিদেশ থেকে আসা টাকা তুলতে আর ব্যাংকে আসার প্রয়োজন হবেনা। যা মানুষের হাতের নাগালে আসতে সহায়তা করছে ইসলামী ব্যাংক এমক্যাশ।

জানা যায়, ১২ অক্টোবর বিকাল ৩টায় ইসলামী ব্যাংক টেকনাফ শাখায় কর্মকর্তা নুরুল আলমের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে টেকনাফ শাখার অপারেশন অফিসার কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে টেকনাফ শাখার কর্মকর্তা নুর আহমদের পরিচালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক এমক্যাশ কক্সবাজার ডিস্ট্রিক জোনের সিনিয়র রিপ্রেজেন্টটিভ মু.এরশাদ উল্লাহ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ শাখার অফিসার ও শাখার এমক্যাশ ব্যবস্খাপক হাসান মুহাম্মদ ইকবাল, সাংবাদিক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান ও এমক্যাশের উপজেলা সেল্স রিপ্রেজেন্টটিভ ছৈয়দ আলমসহ টেকনাফ উপজেলার প্রায় ৭০জন এমক্যাশ এজেন্ট উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আরো বলেন, এমক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে টাকা জমা ও উত্তোলন করতে পারবে। 

Exit mobile version