parbattanews

টেকনাফে ইসলামী ব্যাংকের উদ্যোগে কৃষি ও মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ

666

টেকনাফ প্রতিনিধি:

কল্যাণমূখী ব্যাংকিং ধারার প্রবর্তক ইসালামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টেকনাফ শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে  কৃষি ও মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রাণী সম্পদ মিলনায়তনে ব্যাংক কর্মকর্তা আবু নাছেরের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে শাখার ম্যানেজার অপারেশন মুফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহিম । আরডিএস প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ হারুনুর রশীদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শাখার ম্যানেজার অপারেশন জনাব মুফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা বলেন, ইসলামী ব্যাংক পল্লী  উন্নয়ন প্রকল্পের আওতায় সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন করার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র বিমোচনের সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। তিনি সদস্যদের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও প্রসার করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট আবেদন রাখেন ।

Exit mobile version