parbattanews

টেকনাফে ইয়াবাসহ পাচারকারী আটক

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের হোয়াইক্যং থেকে ২৯ লাখ ৯০ হাজার ৪’শ টাকা মুল্যের ৯ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ ১জন পাচারকারীকে আটক করেছে। ইয়াবাসহ আটক পাচারকারী হোয়াইক্যং উত্তরপাড়া মৃত অলি হোসেনের ছেলে মো. সৈয়দ হাসান (৪০)। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম ১৯ জানুয়ারি ১টায় হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল হোয়াইক্যং ইউপিস্থ ওবিএমঘাট এলাকায় নিয়মিত টহলে গমন করে।

এসময় একজন লোককে নাফ নদীর পাড় দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারী নাফ নদীর তীরবর্তী কর্দমাক্ত এলাকা দিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আটক করতে সক্ষম হয়। আটককৃত লোককে তল্লাশী করে তার পরিহিত কোটের ভেতর অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো ৫০টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো খুলে গণনা করে ২৯ লাখ ৯০ হাজার ৪’শ টাকা মুল্যের ৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

Exit mobile version