টেকনাফে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক কারবারী আটক


টেকনাফে র্যাবের অভিযানে ১ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ তিন মাদক কারবারী ধরা পড়েছে। সোমবার (৬ মে) রাতে টেকনাফ বরইতলী এলাকায় র্যাবের চেক পোস্টে এরা ধরা পড়ে।
আটক ব্যক্তিরা হলো- চট্রগ্রামের লোহাগাড়ার বাসিন্দা তাহের হোসেন (৩৫), ঢাকা মিরপুরের আফিফুর রহমান (৪০) এবং ফরিদপুরের কাজি হোসেন (৪২)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৬ মে) রাতে ইয়াবা পাচারের গোপণ খবরের ভিত্তিতে র্যাবের একটি দল টেকনাফ বরইতলীর অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে।
তাদের স্বীকারোক্তিমতে গাড়ী থেকে ১ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা পাচারের ব্যবহৃত প্রাইভেট গাড়ী ও মোবাইল সেট জব্দ করা হয়েছে।