টেকনাফে ইয়াবা ও সিএনজিসহ যুবক আটক


টেকনাফে রবিবার (২৬ মে) সকালে এক লাখ ইয়াবাসহ সিএনজি নিয়ে আবদুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে র্যাব-১৫।
আটক আবদুল আমিন টেকনাফ সদর ইউপির হাতিয়ারঘোনার ফজলুল হকের ছেলে।
র্যাবের টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ারঘোনায় মো. মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আবদুল আমিনকে আটক করা হয়েছে। এসময় বাড়ি ও সিএনজিতে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, তিন লাখ টাকা উদ্ধার করা হয়। আটক আমিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, টেকনাফ
Facebook Comment