টেকনাফে এক দফার সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা
সীমান্ত উপজেলা টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফার সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (৪ আগস্ট) দুপুর দুইটায় টেকনাফ পৌরসভার প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, হামলা-মামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে শতশত সাধারণ শিক্ষার্থী ও জনগণ অংশগ্রহণ করেন।
পৌরসভার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে টেকনাফ ফোয়ারা চত্বরে মিলিত হয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে টেকনাফ পৌরসভা আওয়ামী লীগ কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার দুপুরে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়। এসময় টেকনাফ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান সরওয়ার আলমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।