টেকনাফে এক রোহিঙ্গার আত্মহত্যা

fec-image

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরধরে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক রোহিঙ্গা ।

৬ জানুয়ারি দুপুর ১টার দিকে টেকনাফের হ্নীলা ক্যাম্প ২৭ জাদিমুরা সরকারি প্রাধমিক বিদ্যালয় সংলগ্ন ব্লক সি-২ এর বাসিন্দা আবুল বশরের ছেলে মো. ইয়াছিন (৩৫) স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয়।

পরিবারের লোকজন গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে ক্যাম্প পুলিশকে খবর দেয়। ক্যাম্প পুলিশ ইন্সপেক্টর এহসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ক্যাম্প ২৭ সি-ব্লকের হেড মাঝি মুহাম্মদ জুবাইর ও স্থানীয় শরণার্থীরা জানান, আত্মহননকৃত স্বামী ও তার স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এতে স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যায়। স্বামী নিজেও লোক মারফতে স্ত্রীকে ফিরে আনার জন্য চেষ্টা করে। কিন্তু স্ত্রী ফিরে না আসায় স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর এহসান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আত্মহত্যা, টেকনাফে, রোহিঙ্গার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন