টেকনাফে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
টেকনাফে রবি মৌসুমে গম, সরিষা ও ভুট্টা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণার আওতায় নির্বাচিত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম।
প্রধান অতিথি বলেন, “কৃষক হচ্ছে উৎপাদনের চালিকাশক্তি। অনাবাদি না রেখে কৃষি জমিকে উৎপাদনের আওতায় আনার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।”
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম শাহ জাহানের সঞ্চালনায় উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নাজিমুদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে টেকনাফ পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৩৩০ জন কৃষক ও কৃষাণীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।