টেকনাফে ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রশমন প্রস্তুতি: উদ্ধার সামগ্রী ব্যবহারের উপর ওরিয়েন্টেশন


টেকনাফে উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের নিয়ে উদ্ধার সামগ্রী ব্যবহারের উপর ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
বুধবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
জার্মান রেড ক্রস, ডেনিশ রেডক্রস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ওফ রেডক্রস (আইএফআইসি) এর আর্থিক সহায়তায় টেকনাফে পরিচালিত পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ মোকাবেলায় ব্যবহারের জন্য উদ্ধার সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বরাবরে হস্তান্তর করা হয়।
এর আগে গত মঙ্গলবার (৯ মে) বিকেলে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে (মোচা/মোখা) সম্ভাব্য দুর্যোগ প্রশমন নিয়ে প্রস্তুতি সভা করে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।