টেকনাফে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফের চাঞ্চল্যকর ছৈয়দ হোসেন হত্যা মামলার এক আসামীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার বিকেলে মামলার বাদী ফাতেমা বেগম ও ছৈয়দ হোসেন’র আত্মীয় স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় শাহপরীরদ্বীপ কবরস্থান সংলগ্ন বাগগোলা গাবতলী থেকে তাকে আটক করে।
ধৃত আসামী মোহাম্মদ আজম প্রকাশ আজম মাঝি (৩৮) শাহপরীরদ্বীপের ডেইল পাড়ার আলী উল্লাহর পুত্র।
নিহত ছৈয়দ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম জানিয়েছেন, ধৃত আজম মাঝি তার স্বামী হত্যার অন্যতম আসামী। অনেক খোঁজাখুঁজির দীর্ঘ এক বছর পর তাকে পেয়ে আটক করে টেকনাফ থানার তদন্ত ওসি দিদারুল ফেরদৌস এর কাছে সোপর্দ করা হয়।
টেকনাফ থানা তদন্ত ওসি দিদারুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comment