parbattanews

টেকনাফে চোরাইপণ্য আটক করতে গিয়ে ২ বিজিবি সদস্য আহত

 

images

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ:

নিষিদ্ধ ও চোরাইপণ্য আটক করতে গিয়ে ১৫ রাউন্ড গুলি বর্ষন করেছে বিজিবি। রবিবার সকালে জাদীমুরা খালের মুখে নাফ নদীতে ঘটেছে এ ঘটনা। চোরাকারবারীরা পণ্য বোঝাই নৌকাটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছেন। তারা হলেন- স্পীডবোট চালক মোঃ আলাল ও বিজিবি সদস্য ইউসুফ।

বিজিবি সদস্যরা জানিয়েছেন, চোরাইাপন্য বোঝাই নৌকা জাদীমুরা খাল থেকে মিয়ানমারে পাচারের গোপন সংবাদ পেয়ে হাবিলদার দেলোয়ারের নেতৃত্বে বিজিবি টহলদল অভিযানে যায়। অবস্থা বেগতিক দেখে চোরাকারবারীরা পণ্য বোঝাই নৌকাটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা পরপর ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এতে কেউ হতাহত না হলেও অভিযান চালাতে গিয়ে ২ জন বিজিবি সদস্য আহত হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৫ বস্তা ময়দা উদ্ধার করে। এব্যাপারে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন দমদমিয়া বিওপি কমান্ডার ফজলুর রহমান।

Exit mobile version