টেকনাফে চোরাকারবারির ফেলে যাওয়া ৩০ হাজার ইয়াবা উদ্ধার


কক্সবাজার টেকনাফের শাহপরীরদ্বীপে ঝাউবাগানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর দিক দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে এপারে আসার সংবাদ পায়। এ সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল ঝাউ বাগানের পার্শ্ববর্তী আঁড় নিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল ১ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে নাফ নদীর সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ মিটার অভ্যন্তরে তীরে এসে নৌকা হতে নেমে ঝাউ বাগানের দিকে আসতে দেখা যায়।
তিনি আরো জানান, উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে থামানোর সংকেত দিলে একটি ব্যাগ ঝাউ বাগানে ফেলে দিয়ে কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে তল্লাশি করে চোরাকারবাবির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
চোরাকারবারিকে সনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।