টেকনাফে জনতার হাতে অস্ত্রসহ ডাকাত আটক


কক্সবাজারের টেকনাফে অপহরণের উদ্দেশ্যে এসে জনতার হাতে এক ডাকাত অস্ত্রসহ আটক হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে, হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কম্বনিয়া পাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র জাকের হোছন (৩৫) অপহরণের উদ্দেশ্যে লোকালয়ে আসার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়। একপর্যায়ে জনতা চারদিক দিয়ে তাকে ঘিরে ফেলে। এ সময় আরেক ডাকাত পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে এবং তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা লম্বা বন্দুক উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমেদ জানান, আটককৃত ব্যক্তি একজন পরিচিত ডাকাত ও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গত সোমবার কৃষক আবুল হাশেম অপহরণের ঘটনাতেও তার সম্পৃক্ততা রয়েছে।
আটক ডাকাতকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বশির আহমেদ আশা করেন, পুলিশি জিজ্ঞাসাবাদে কৃষক আবুল হাশেম অপহরণের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

















