টেকনাফে জুলাই যোদ্ধাদের চেক প্রদান


কক্সবাজারের টেকনাফে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির চারজন জুলাই যোদ্ধাকে আর্থিক অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ এহসান উদ্দিন। রবিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চারজন জুলাই যোদ্ধাদের এ চেক বিতরণ করা হয়। চেক প্রাপ্তরা হলেন, টেকনাফের বাহারছড়ার মুহাম্মদ আমির হোছাইনের পুত্র ইমরান ইবনে আমিন, রঙ্গিখালী এলাকার মোহাম্মদ হোসাই পুত্র হোছন জোহর, পৌরসভার কুলাল পাড়ায় মো: ইব্রাহীমের পুত্র মো: আবসার উদ্দিন ও পুর্ব লেদার কবির আহমদের পুত্র রিয়াজ উদ্দিন।
জানা যায়, কক্সবাজার জেলার ৭১ জন জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছিলেন। তাদেরকে ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্তি করে সরকার। এজন্য কক্সবাজার জেলায় অর্থের চেক মোট ৭১ লাখ টাকা বরাদ্দের নির্দেশনা মোতাবেক জুলাই গণঅভ্যুত্থানে আহত টেকনাফের চারজনকেও বিতরণ করে। তাদেরকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো শেখ এহসান উদ্দিন তাঁর কার্যালয়ে ১ লাখ টাকা করে চেক বিতরণ করেন। তারা ছাত্র-জনতার গণঅভ্যুথানে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং “সি” ক্যাটাগরির তালিকায় অন্তর্ভুক্তি হন।উল্লেখ্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের গণঅভ্যুত্থান শাখা হতে এ অর্থ বা চেক বরাদ্দ দেয়া হয়।