টেকনাফে ডজন মামলার আসামি ও দুর্ধর্ষ মাদক কারবারি ৫০ হাজার ইয়াবাসহ আটক

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি মামলার আসামি ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. রাসেল (৩১) নামে এক দুর্ধর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিকদার পাড়া সাকিনস্থ আসামি রাসেলের বসত-ঘর সংলগ্ন টিনের ছাউনির নিচে কাঠের স্তুপ থেকে ৫০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মৌলভী আবদুল গফুরের ছেলে মো. রাসেল (৩১) এর দখল থেকে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে পুলিশি প্রহরায় কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি একজন পেশারদার অপরাধী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানার সিডিএমএস পর্যালোচনা করে এক ডজনের বেশি মামলা রয়েছে।