টেকনাফে ডাকাত ও সহযোগী আটক

fec-image

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সক্রিয় সদস্য ও দুই সহযোগীসহ তিন জনকে আটক করেছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাত টার দিকে ১৬ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান ও সহকারী পুলিশ সুপার এটিএম তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

ধৃতরা হচ্ছে নয়াপাড়া ই-ব্লকের শেড নং-৯৭৩ এমআরসি-৫৪৩৯৪ এর বাসিন্দা আমির হামজার পুত্র শফি (৩০), বি-ব্লকের শেড নং-১০৩৬, রোম নং-১১ এর বাসিন্দা মুল্লুক আহমদের পুত্র দোস্ত মোহাম্মদ (৩৭) এবং ই-ব্লকের মন্তর হোসনের পুত্র জাফর হোসেন (৫৩)।

ধৃত আসামি শফি জিজ্ঞাসাবাদে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য এবং অপর আসামীরা বিভিন্ন তথ্য দিয়ে ডাকাত জকিরকে সহায়তা করে আসছে বলে স্বীকার করেন বলে জানা যায়।

কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, একই দিন সকালে ডাকাত জকির শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পাশের নয়াপাড়া গ্রামের স্থানীয় যুবক শুক্কুরকে গুলি করে হত্যা করে। এনিয়ে ওই এলাকাসহ আশপাশের স্থানীয় চরম আতঙ্ক ও উৎকন্ঠায় রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, টেকনাফে, ডাকাত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন