টেকনাফে তাজা গ্রেনেড উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
নাফ নদে মাছ শিকারকালে সাবরাংয়ের নয়াপাড়ার মো. ওমর ফারুক (১৩) ভাসমান একটি ব্যাগের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।
জানা যায়, রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার সময় টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপির সীমান্ত পিলার ৪ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তরে ওবিএম পোস্ট এর সামনে নাফ নদীতে স্থানীয় জনৈক ব্যক্তি ঠেলা জাল দিয়ে মাছ শিকার করছিল। এসময় নাফ নদীতে ভাসমান একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখলে প্রাইমিং করা এ গ্রেনেড পায়। পরে সকাল ৯টার দিকে গ্রেনেডটি সাবরাং বিওপিতে জমা দেয়।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফনদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ভাসমান অবস্থায় ব্যাগ পায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাজা হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। পরে গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেয়।