আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত

টেকনাফে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

fec-image

কক্সবাজারের টেকনাফে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সীমান্ত উপজেলা টেকনাফে অবৈধ দখলবাজ-চাঁদাবাজসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি করেছেন বক্তারা।

রবিবার (১২ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ, টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, টেকনাফ কোস্ট গার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় সংবাদকর্মীরা।

এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বলেন, দুর্বৃত্ত, অপরাধীরা যে দলের হোক না কেন অপরাধ করলে আমরা তার বিপক্ষে যাব। পাশাপাশি মাদক-মানব পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ, ভূমিদস্যু, দখলবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যত বড় শক্তিশালী হোক না কেন। এতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ জনসাধারণের সহযোগিতা কামনা করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তাদেরকে রুখে দেওয়া হবে। প্রয়োজনে যদি করতে না পারি এই পথ থেকে সরে যাব।

সভা শেষে দেশে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন