টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

fec-image

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে দেড় লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৬ জানুয়ারি) রাত ১ টার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই ক্যাস্পের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমুরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় কারবারিরা ইয়াবা বেচা-কেনা করছে। এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান চালিয়ে দুজন মাদক কারবারি রোহিঙ্গা আটক করা হয়।

তিনি আরও বলেন,  আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার দাম ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, টেকনাফ, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন