টেকনাফে দোকান পুড়ে ছাঁই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
কক্সবাজার টেকনাফের হৃীলা বাস স্টেশনে গভীর রাতে সবজি বাজার সংলগ্ন মৌলভী ইলিয়াস মার্কেটের একটি মুদির দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রতিদিনের ন্যায় দিনব্যাপী মালামাল বিক্রি করার পর হৃীলা পান খালী এলাকার মৌলভী ছৈয়দ আলম দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। দিবাগত গভীর রাত ২টার দিকে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দোকানের ভিতর আগুন জ্বলতে দেখে পথচারীরা শৌর চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আর কোন দোকানে আগুন না লাগলেও ওই দোকানটির সর্বস্ব পুড়ে যায়। প্রায় ৩ ঘণ্টা পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মালিকের দাবী অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।