টেকনাফে নাফনদী থেকে নৌকাসহ বাংলাদেশী জেলে অপহরণ

টেকনাফ সংবাদদাতা:
নাফনদীতে বড়শী ফেলে মাছ শিকারকে কেন্দ্র করে বাংলাদেশী ও মিয়ানমার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌকাসহ ১ বাংলাদেশী জেলেকে অপহরনের ঘটনা ঘটেছে। টেকনাফ ৪২ বিজিবি উক্ত জেলেকে ফেরত আনার জন্য নাসাকাকে পত্র দিলেও সাড়া মিলেনি।

টেকনাফস্থ ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান- উক্ত ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিবাদ পাঠানো হয়েছে। উক্ত জেলেকে ফিরিয়ে আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। জানা যায়- ১জুন সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাংলাদেশ-মিয়ানমার আর্ন্তজাতিক সীমান্ত হ্নীলাস্থ নাফনদীতে স্থানীয় জেলেরা মাছ শিকারের জন্য বড়শি ফেলে।

অপরদিকে মিয়ানমারের জেলেরাও কারেন্ট জাল ভাসিয়ে দেয়। জাল ভাসতে ভাসতে বড়শির সঙ্গে আটকে গেলে দু‘দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এক পর্যায়ে মিয়ানমারের জেলেরা বাংলাদেশী স্থানীয় গোদাম পাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোঃ ইসমাঈল(২৬)কে কাঠের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়।

অপর সহযোগী সিকদার আলীর পুত্র নুরুল আমিন নদীতে ঝাঁপ দিয়ে সাতার কেটে কোন রকম তীরে ফিরতে সক্ষম হয়। বাংলাদেশী জেলেকে জলদস্যু আখ্যায়িত করে নাসাকার হাতে সোর্পদ করা হয়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন