parbattanews

টেকনাফে নারীসহ মানবপাচার মামলার ২ পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারী পাচারকারীও রয়েছে।

টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, শনিবার সকালে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এবং দুপুরে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গ্রেফতার কৃতরা হলেন, বাহারছড়ার জাহাজপুরা এলাকার সায়েদ আমিরের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) এবং হোয়াইক্যং কম্বনিয়া এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী রোকেয়া আক্তার (২৮)।

ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, গ্রেপ্তার মানবপাচার মামলার এই ২ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোহাম্মদ উল্লাহ’র বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে। এছাড়া সে অস্ত্র ও ডাকাতির অভিযোগে আরও ২টি মামলার পলাতক আসামি সে। অন্যদিকে, গ্রেফতার নারী রোকেয়া আক্তারের বিরুদ্ধে মামবপাচারের অভিযোগে টেকনাফ থানায় একটি মামলা রয়েছে।

Exit mobile version