parbattanews

টেকনাফে নারী নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ

উপজেলা সংবাদদাতা, টেকনাফ:                               
জেন্ডার, নেতৃত্ব গঠন, উন্নয়ন, নারীর আইনী অধিকার, নারী নেতৃবৃন্দের জন্য ইস্যু ভিত্তিক দক্ষতা উন্নয়ন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ ১৮  জুন টেকনাফস্থ শেড ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে। অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউএনডিপি ও ইউরোপীয়ান ইউনিয়নের কারিগরী এবং আর্থিক সহায়তায় স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ প্রশিক্ষনের আয়োজন করে।

এতে টেকনাফ উপজেলার প্রকল্প অর্ন্তভূক্ত হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, সাবরাং ইউনিয়নের  ২৫ জন সিবিও নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির তিন দিন ব্যাপী প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের টেকনাফ উপজেলা সুপারভাইজার মোঃ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী নেতৃবৃন্দের প্রশিক্ষণ দেন প্রধান প্রশিক্ষণ সমন্ধয়কারী অরুনাথ চাকমা ও কক্সবাজার এভিসিবি প্রকল্পের  জেলা প্রশিক্ষক মোহাম্মদ রাসেল।

Exit mobile version