parbattanews

টেকনাফে পঁচিশ কোটি টাকার ইয়াবা উদ্ধার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পঁচিশ কোটি বিশ লাখ টাকার ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবার বিশাল চালান জব্দ করেছেন বলে জানাগেছে। গত ১৬ ফেব্রুয়ারি টেকনাফে ১০২ ইয়াবা কারবারী আত্মসমর্পনের পর এটাই জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান।

রবিবার(১০ মার্চ) সন্ধ্যার পর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবার বিশাল এ চালানটি জব্দ করেন বিজিবি সদস্যরা।

জব্দ ইয়াবার আনুমানিক মূল্য পঁচিশ কোটি বিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নাফ নদী পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে এমন খবর ছিল।

এ সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যদের নিয়ে তিনি রাত সাড়ে ৮টার দিকে ওমরখাল এলাকায় অবস্থান করেন।

এসময় মিয়ানমার দিক থেকে একটি নৌকা নাফ নদী পার হয়ে ওমরখালের নিকট আসতে থাকে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা খালের পার্শ্বে লাফ দিয়ে নেমে খুব দ্রুত দৌড়ে বেত বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

পাচারকারীর কর্তৃক ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ২৫,২০,০০,০০০/- (পঁচিশ কোটি বিশ লক্ষ) টাকা মূল্যমানের ৮,৪০,০০০ (আট লক্ষ চল্লিশ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

Exit mobile version