টেকনাফে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে খুন
টেকনাফে বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছে। সে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী গ্রামে মো. করিম উল্লাহ (২৫)। পাওনার টাকা সূত্র ধরে বন্ধু নুর মোহাম্মদ (২৬) এর সাথে বাকবিতণ্ডতার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ মৃত্যু হয়।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিক টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী গ্রামের আব্দুস সালামের ছেলে নিহত করিম উল্লাহ তার বন্ধু নুর মোহাম্মদের কাছ থেকে টাকা পাওনা ছিল। উক্ত পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে একই গ্রামের মো. সাবেরের ছেলে নুর মোহাম্মদ (২৬) মো. করিম উল্লাহকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে করিম উল্লাহ আহত হয়। তারা দু’জনই বন্ধু। স্থানীয় লোকজন আহত করিম উল্লাহকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।