টেকনাফে পাহাড়ী সন্ত্রাসীদের হাতে দুজন অপহৃত


টেকনাফের বাহারছড়া মারিশবনিয়া এলাকার বসবাসকারী তৈয়বার বসতবাড়িতে ঢুকে বিয়ের একদিন পর দ্বিতীয় স্বামী নুর কামাল ও ভাইয়ের ছেলে বেলালকে অপহরণ করেন পাহাড়ী সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দার নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দার নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।
শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া মারিশবনিয়া এলাকার তৈয়বার বসতবাড়ি থেকে এ দুইজন অপহরণের শিকার হন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, শুক্রবার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার বাসিন্দার তৈয়বার সাথে নূর কামালের বিয়ে হয়। শনিবার রাত সাড়ে ৮ টায় তৈয়বার বসতবাড়িতে ঢুকে স্বামী নুর কামাল ও ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ী সন্ত্রাসীরা।
তিনি বলেন, দুই জনকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি তৈয়বা অবগত করেন সঙ্গে সঙ্গে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করা হয়েছে। তৈয়বার আগের স্বামীর ১০ বছরের একটি বাচ্চা রয়েছে।
ভিকটিমের স্ত্রী তৈয়বা বলেন, গত শুক্রবার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকার বাসিন্দার নুর কামালের সাথে আমার দ্বিতীয় বিবাহ হয়। শনিবার রাতে ৫ জনের একটি পাহাড়ী সন্ত্রাসী বাড়িতে ঢুকে বলেন টাকা ৬ লক্ষ ও স্বর্ণ যা আছে সব বের করে দাও। তোমার স্বামী নুর কামালকে অপহরণ করার জন্য আমরা ২০ লাখ টাকার কন্টাক্ট নিয়েছি। এই কথা বলে দেড়ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার নগদ টাকাসহ আমার স্বামী নুর কামাল এবং ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।