টেকনাফে পিস্তল ও ইয়াবাসহ দুই পাচারকারী আটক


কক্সবাজারের টেকনাফে একটি বিদেশী পিস্তল ও ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের শফি উল্লাহর পুত্র মোঃ মিজানুর রহমান (২০) ও দমদমিয়া গ্রামের মো. আয়ুবের পুত্র মোঃ একরাম (২৬)।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্ট গার্ড দল মোটর সাইকেলটি থামায়। পরে মোটরসাইকেল আরোহীদের রক্ষিত ব্যাগ তল্লাশী করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং দেহতল্লাশী করে কোমর হতে ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড টহল জারি রেখেছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।