parbattanews

টেকনাফে পুলিশের গুলিতে মেজর নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি হবে: সেনা প্রধান ও আইজিপি

টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার দেশব্যাপী তোলপাড় করা ঘটনা পর্যবেক্ষণ করেন সেনা প্রধান ও আইজিপি।

বুধবার(৫ আগস্ট) দুপুরে বিশেষ হেলিকপ্টারে কক্সবাজার আসেন সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ।

দুপুর ১ টায় কক্সবাজার পৌছেই ২ বাহিনী প্রধান স্ব স্ব বাহিনীসহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে মিলিত হন।

এরপর বিকেলে কক্সবাজার সৈকতের জলতরঙ্গ রিসোর্টে মিডিয়া কর্মীদের সংক্ষিপ্ত যৌথ প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন সেনা প্রধান আজিজ আহমদ ও আইজিপি বেনজির আহমদ।

এসময় দুই বাহিনী প্রধান বলেন, টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা হলেও দুঃখজনক।

তবে এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ দুই রাষ্ট্রীয় বাহিনীর মধ্যকার সম্পর্ক নষ্ট হবে না। এছাড়া এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

এই ঘটনায় দোষী ব্যক্তিদের কোন দায় কোন বাহিনী নেবে না। এছাড়াও মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী অভিযান‘সহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্বাভাবিক এবং চলমান থাকবে।

Exit mobile version