টেকনাফে পৃথক অভিযানে ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে পৃথক তিনটি অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে মো. সেলিম উদ্দিন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শীলখালী চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তার ডান পায়ের সাথে ফিটিং অবস্থায় ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যায় হোয়াইক্যং বিওপি’র দায়িত্বাধীন তুলাতুলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একইদিন সন্ধ্যায় হ্নীলা বিওপি’র একটি টহলদল নাফ নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট থেকে আরও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলোসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানের অংশ হিসেবে মাদক পাচারের সাথে জড়িতদের খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে।