parbattanews

টেকনাফে ফেরীওয়ালা সেজে স্বর্ণের দোকানে চুরি

teknaf-news-pic24-12-16-copy

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে স্বর্ণের দোকানে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে। শনিবার ভোরে হ্নীলার আবু বক্কর মার্কেটের বাসু ধরের মালিকানাধীন  স্বর্ণ বিতানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধের পর শুক্রবারেও যথারীতি স্বর্ণের দোকান বন্ধ ছিল। পূর্ব পাশের দর্জি ফরিদের দোকানে দুই সপ্তাহ ধরে বসবাসকারী কুষ্টিয়ার দুই ফেরীওয়ালা পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, দর্জি এবং স্বর্ণের দোকানের মাঝখানের দেয়াল কৌশলে ভেঙ্গে সুড়ঙ্গ করে স্বর্ণের দোকানে প্রবেশ করে আলমারী ভেঙ্গে রক্ষিত সবকিছুই নিয়ে গেছে। এছাড়া স্বর্ণের বক্সগুলো খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

স্বর্ণের দোকানী বাসু ধর জানান, আলমারী ভেঙ্গে ৫০ ভরির অধিক স্বর্ণ এবং ৫ লক্ষাধিক টাকা চুরি করেছে। এ বিষয়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ বলেন, দর্জির দোকানে ফেরীওয়ালার নামে যারা অবস্থান করেছিল আসলে তারা মুখোশধারী ডাকাত। মুলত তারাই পরিকল্পিতভাবে চুরি করে হ্নীলা ছেড়ে এখন পালিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, এ ধরনের সংবাদ আমরা এখনো পায় নি। তবে কেউ অভিযোগ নিয়ে আসলে এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version