টেকনাফে ফেলে যাওয়া ব্যাগে ৩০ হাজার ইয়াবা, জব্দ করলো বিজিবি

টেকনাফে নাফনদীর হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় ৩০ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার প্রজেক্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
নাফনদী সাতার কেটে এসে দুইজন ব্যক্তি লবণ মাঠ দিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে হাতে থাকা ১টি ব্যাগ ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এই মাদকের চালান পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে উক্ত ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।