টেকনাফে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

fec-image

টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক (অর্নুধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উদ্বোধন  করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম।

এতে স্বাগত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রবিউল হাসান, এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ।

বক্তারা বলেন,  মাদক ও রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে আমরা লজ্জাকর অবস্থায় দিন যাপন করছি। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করে টেকনাফকে কলংক মুক্ত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করতে সারা দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন।

বক্তারা আরও বলেন, টেকনাফে অনেক ভাল ভাল খেলোয়াড় রয়েছে। এসব ভাল খেলোয়াড়দের প্রতিভা জানান দিয়ে জাতীয় পর্যায়ে টেকনাফের সুনাম বয়ে আনবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী খেলায় খেলায় ১-০ গোলে সাবরাং ইউপি দলকে হারিয়ে টেকনাফ সদর ইউপি দল জয়লাভ করে।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আবুল মনছুর, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, টেকনাফ উপজেলা সেচছাসেবক লীগের সভাপতি সারুয়ার আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফে, বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন