টেকনাফে বনের গাছে যুবকের ঝুলন্ত লাশ
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুণতলী অরণ্যে এক যুবকের ঝুলন্ত লাশ পেয়েছে পুলিশ। হতভাগ্য ওই যুবকের নাম আব্দুস শুক্কুর (২০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পাহাড়ের একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুনিল ধর ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উপ-পরিদর্শক (এসআই) সুনিল ধর জানান, লাশের সুরতহাল তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে এলাকাবাসীদের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই ওই যুবক রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন।