parbattanews

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বন্দুক যুদ্ধে এক তালিকাভূক্ত ইয়াবা কারবারীর লাশ, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে হ্নীলা দরগা পাড়া সংলগ্ন আশ্রয় কেন্দ্র এলাকায় ইয়াবা কারবারী দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এসময় পুলিশের কনস্টেবল আজিজ (২৩), মেহেদী হাসান (২১) ও হেলাল (২২) আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে ইয়াবা কারবারীরা পিছু হটে যায়।

এরপর ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ, ৩টি দেশীয় তৈরি অস্ত্র, ১৮ রাউন্ড বুলেট, ১৩টি খোসা ও ১৫ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। আহত পুলিশ সদস্যদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ থানায় নিয়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদ প্রকাশ ছৈয়তুর পুত্র জিয়াউল বশির শাহীন (৩২) বলে সনাক্ত করে। লাশ পোস্টমর্টেম শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাস বলেন, এই ঘটনায় পুলিশের উপর হামলা, ইয়াবা ও অবৈধ অস্ত্রসহ পৃথক মামলা দায়ের করা হচ্ছে।

Exit mobile version