parbattanews

টেকনাফে বাস ও ট্রাকের সংঘর্ষে চালক-নারীসহ আহত ৩

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও দুই নারীযাত্রীসহ ৩ জন আহত হয়েছে।

শনিবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে টেকনাফগামী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস টেকনাফ বরইতলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই নারীসহ ৩ জন আহত হন।

আহতরা হলেন- কক্সবাজার নুনিয়াছড়া এলাকার মো. ইসলামের স্ত্রী ছুরা বেগম (৫৫), একই এলাকার ইসমাইলের স্ত্রী ছুরা খাতুন (২৩) ও চট্রগ্রাম সাতকানিয়া এলাকার মো. আলমের পুত্র ট্রাক চালক নজির আহমদ (৫০)। আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাজু আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল রহমান জানান, টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে আমরা সেখানে যাই। দুঘর্টনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।

Exit mobile version