টেকনাফে বিএনপির মনোনয়ন না পেয়ে আবদুল্লাহ সমর্থকদের বিক্ষোভ


কক্সবাজারের টেকনাফ পৌর শহরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ সমর্থকদের সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। উখিয়া-টেকনাফ ৪ আসন থেকে আব্দুল্লাহকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে গভীর রাতে টেকনাফ শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
এদিকে বিএনপির মনোনয়ন পেয়ে অনুভূতি প্রকাশ করছেন কক্সবাজার ৪ আসনের (উখিয়া-টেকনাফ) ক্রয়োদশ সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি প্রথমে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। পরে ২৬ বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে প্রথম নমিনেশন দিয়ে দেশের সর্ব দক্ষিণের আসনটি তুলে দিয়ে দলের কাজ করার সুযোগ করে দেন। এর পর থেকে বেগম খালেদা জিয়া বার বার মুল্যায়ন এবং সর্বশেষ তারে জিয়াও আসনটির মনোনয়ন দিয়ে মুল্যায়ন করায় কৃতজ্ঞতা স্বীকার করে। তিনি তার অনুভুতিতে আরো বলেন, উখিয়া টেকনাফের ভোটারদের কাছে পুর্ণ আস্থা রয়েছে। নেতা কর্মীরা দীর্ঘ বছর নির্যাতন, জেল জুলুম ও ত্যাগ শিকার করেছেন। তাদের প্রতিফল হচ্ছে আজকে আমাকে আসনটির মনোনয়ন দিয়ে মুল্যায়ন করা।
এছাড়া মনোনয়ন ঘোষণার সাথে সাথে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকা শাহজাহান চৌধুরীর সমর্থকদের উল্লাস, আতশবাজিতে নেমে পড়ে। এলাকায় ও স্টেশনে শুভেচ্ছা মিছিলে রাজপথ সরগরম হয়ে উঠে।
অপরদিকে, অপর মনোনয়ন প্রত্যাশী মো. আবদুল্লাহর ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে সমর্থকদের শান্ত ও ধৈর্য্য থাকার আহবান জানান।

















