টেকনাফে বিজিবির অভিযানে ২ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বিশেষ অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া বিওপি’র বিজিবি সদস্যরা মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের খবর পান।

তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহল দল দেড় নাম্বার নামক স্থানে অবস্থান নেয়। আনুমানিক রাত দেড়টার দিকে ছয়জন ব্যক্তিকে নাফ নদী সাঁতরে সীমান্তের শূন্য লাইন পার হয়ে কেওড়া বাগানের দিকে আসতে দেখা যায়

টহলদল তাদের ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাতভর অভিযান পরিচালনা করেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন