টেকনাফে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র

fec-image

কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও ছাগল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন মাঠে অর্ধশতাধিক শীতার্ত ও দুস্থ নারী ও পুরুষের মাঝে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। অন্যান্যদের মধ্যে লে. মোস্তাকিন বিল্লাহ, এডি নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানী কমান্ডার বজলুর রহমানসহ ২ বিজিবির কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৫০ জনের বেশি শীতার্ত ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে কোভিড ১৯ এর প্রেক্ষিতে হতদরিদ্র জনসাধারণকে অনুদান হিসেবে ছাগল বিতরণ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, মুজিব বর্ষ উপলক্ষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ২ বিজিবির আওতায় বিভিন্ন এলাকায় এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফে, দুস্থদের, বিজিবি’র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন