টেকনাফে বিদেশী বিয়ারসহ দুই সহোদর মাদক কারবারী গ্রেফতার

টেকনাফে মিয়ানমারের বিয়ারসহ দুই সহোদর মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১৫। ধৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের কাটাখালী পূর্বপাড়ার নুরুল আলমের পুত্র আব্দুল গনি (১৯) ও মো. সিফাত (১৫)।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর বুধবার সকাল পৌনে ৬টায় কতিপয় মাদক কারবারী টেকনাফের বরইতলী বায়তুল মামুর জামে মসজিদের পশ্চিমে বিয়ার ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১৫ অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দুটি বস্তাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজতে থাকা দুটি বস্তা তল্লাশী করে ৯৫ ক্যান ক্যান মিয়ানমারের বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য বিয়ার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী উক্ত তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।