টেকনাফে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ ” এ শ্লোগানে টেকনাফ পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
সোমবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী।
কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মো. শওকত ওসমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার, তথ্য আপা তছলিমা আকতার, প্রকল্পের সুশাসন ব্যবস্থাপক মো. ইকরাম আল এমরান প্রমুখ।
পরে স্কুলের ছাত্রীদের হাতে ফলজ গাছের চারা তুলে দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির জন্য চারা বিতরণ কাজের শুভ উদ্ভোধন করা হয়।
সভা শেষে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
কোডেক নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই কর্মসূচি পালন করেন।