টেকনাফে বোরকা পরিহিত দুই অপহরণকারী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে শামলাপুর বাজার থেকে বোরকা পরিহিত দুই অপহরণকারীকে আটক করেছে এলাকাবাসী।
রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শামলাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, রোববার তাদের শামলাপুর বাজার থেকে আটক করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে আটক যুবকেরা প্রাথমিকভাবে অপহরণ চক্রের সদস্যে বলে স্বীকার করেছে।
আটককৃতরা- কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউপির ৯নং ওয়ার্ডের পাচার দ্বীপ এলাকার স্থানীয় উসমান গণীর ছেলে সৈয়দ হোসন (৩০)। অপর ব্যক্তি সহোদর আবুল হোসন (২২)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুই জন লোক মেয়েদের বোরকা পরে ইজিবাইক থেকে নেমে এদিকে-সেদিক ঘুরাঘুরি করে। তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসা করা হলে সঙ্কোচ করে এবং শপিং ব্যাগে ছুরি (ছাকু) পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের রশি দিয়ে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সৈয়দ হোসন অপহরণ চক্রের চিহ্নিত সদস্য। টেকনাফের হৃীলা পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ আলম জিয়া নামের একজন ব্যক্তিকে গত (৩০ জুন) বাহারছড়া বাইন্না পাড়া থেকে একজন অপহৃতের শিকার হয় সেখানে সৈয়দ হোসন জড়িত ছিল।
এদিকে আটক যুবকেরা বলেন, তারা উখিয়া মরিচ্যা হালুকিয়া এলাকার মো. আমিনের হয়ে ইজিবাইক ছিনতাই করতো বলে দাবি করেন।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সামি উদ্দিন তাদের গ্রেফতার বিষয়ে নিশ্চিত করেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে জানান।