টেকনাফে ভ্যাকসিনেশন সভা

fec-image

টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত হল কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিষয়ক মতবিনিময় সভা। সোমবার ১২টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

রেডিও নাফের স্টেশন ম্যানেজার মো. সিদ্দিক হোসেনের সভাপতিত্বে একলাব ইউনিসেফ প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাখাওয়াত আমীনের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা কৃষি অফিসার ড. ভবসিন্ধু রায়, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রক ডা. প্রণয় রুদ্র, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, মডেল থানার প্রতিনিধি এসআই মোহাম্মদ রফিক। এছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, একলাবের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় ভ্যাকসিনেশন বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলাপ আলোচনা করেন প্রকল্পের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার জুলফিকার আলী। উন্নয়ন সংস্থা একলাব রেডিও নাফ ইউনিসেফের সহযোগিতায় গুরুত্বপূর্ণ যেসকল কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে যেমন-মাইকিং, পোস্টার, লিফলেট, মাস্ক বিতরণ, কোভিড ১৯ সচেতনতা, রেডিও প্রোগ্রামিং, জেলা উপজেলায় কমিউনিটি পর্যায়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্যাবলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরে আলোচনা করেন একলাব ইউনিসেফ প্রকল্পের মনিটরিং অফিসার মেহজাবিন আলম।

একলাব রেডিও নাফের প্রোগ্রাম ম্যানেজার মো. রাশিদুল হাসান বলেন, ইউনিসেফের সহযোগিতায় আমরা সবখানে সচেতনমূলক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন, একলাব রেডিও নাফ তাদের সহযোগিতা সংস্থা ইউনিসেফের সহায়তায় যে কার্যক্রম পরিচালনা করছে তা খুবই সন্তোষজনক। আমি একলাব রেডিও নাফ ও তাদের সহযোগী সংস্থা ইউনিসেফের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, ভ্যাকসিনেশন, সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন